বাংলাদেশের ৬৪ জেলায় আয়োজিত জাতীয় নাট্যোৎসব ২০২০ – এর উদ্বোধন করার জন্য ১২ ফেব্রæয়ারি ১১:৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নি¤েœ উল্লেখিত বিভাগীয় শহরে আয়োজিত অনুষ্ঠানসূচি।
ঢাকা:
স্থান: জাতীয় নাট্যশালা মূল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
চিন্তক থিয়েটার (গাইবান্ধা) – এর পরিবেশনা : বঙ্গবন্ধুর ৭ মার্চ-এর ভাষণের কোরিওগ্রাফী
সমন্বয়কারী: কামাল বায়েজীদ
রাজশাহী:
স্থান: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজশাহী
বঙ্গবন্ধুকে নিয়ে লোকনাট্য গম্ভীরা পরিবেশনা
সমন্বয়কারী: কামার উল্লাহ কামাল
সিলেট:
স্থান: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট
জীবন সংকেত-এর পরিবেশনা : অমর কাব্যের কবি (বঙ্গবন্ধুকে নিয়ে গীতিনাট্য)
সমন্বয়কারী: রজত গুপ্ত
রংপুর:
স্থান: রংপুর টাউন হল, রংপুর
নীল ললিতার গীত – ভাওয়াইয়্যা পালা
সমন্বয়কারী: রাজ্জাক মুরাদ
চট্রগ্রাম:
স্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্রগ্রাম, চট্রগ্রাম
চট্রগ্রামের আঞ্চলিক গানের কোরিওগ্রাফী
সমন্বয়কারী: আহমেদ ইকবাল হায়দার